চীনে ফের করোনার প্রকোপ বাড়ায় স্থগিত এশিয়ান গেমস
চলতি বছরের সেপ্টেম্বরে চীনের হাংঝৌয়ে এশিয়ান গেমস আয়োজন হবে বলে নির্ধারিত ছিল। তবে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে এ আসর। শুক্রবার এমন সংবাদই প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদন অনুযায়ী চীনের কয়েকটি অংশে ফের বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। যে কারণে স্থগিত করে দেওয়া হয়েছে এই প্রতিযোগিতা।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ওসিএ) জানিয়েছে, মহামারী পরিস্থিতি এবং গেমসের আকার বিবেচনা করে সাবধানতার জন্য সমস্ত স্টেকহোল্ডারদের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীগগিরই এ আসরের নতুন সূচি জানিয়ে দেবে সংস্থাটি।
হাংঝৌয়ে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষের বসবাস। এশিয়ান গেমস ও এশিয়ান প্যারা গেমস আয়োজনের জন্য ৫৬টি কম্পিটিশন ভেন্যু তৈরি করা হয়েছে এ শহরে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হাংঝৌয়ের ২০০ কিলোমিটারেরও কম (১২০ কিলোমিটার) দূরত্বে অবস্থিত চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করেছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি।
উল্লেখ্য, চলতি বছরের ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল ১৯তম এশিয়ান গেমস। যা চলার কথা ছিল ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
Comments