‘রাতারাতি দেয়াল তোলা পুলিশের চরম অসংবেদনশীল আচরণ’
ঢাকার কলাবাগানের তেঁতুলতলা মাঠটি রক্ষার দাবিতে এলাকাবাসী, পরিবেশবাদী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের আন্দোলনের মধ্যেই সেখানে দেয়াল তৈরির কাজ শেষ করেছে পুলিশ।
গতকাল বুধবার সকালে প্রথম ইটের গাঁথুনি শুরু হয়। রাতের মধ্যেই খোলা অংশের দিকে ৪ ফুট উচ্চতার দেয়াল তোলার কাজ শেষ করেছে পুলিশ।
এ বিষয়ে মানবাধিকার সংস্থা নিজেরা করি'র সমন্বয়কারী খুশি কবীর দ্য ডেইলি স্টারকে বলেন, 'দেয়াল তোলার কোনো প্রয়োজন ছিল না। কারণ তারা এখন ওখানে ভবন নির্মাণ করছে না। এই দেয়াল তোলার কোনো মানেই হয় না। যেখানে আলোচনা হচ্ছে সেখানে এই দেয়াল তোলা পুলিশের জোর খাটানো ছাড়া আর কিছুই না, জনগণ থেকে পুলিশকে বিচ্ছিন্ন করা ছাড়া আর কিছুই না।'
তিনি বলেন, 'দেয়াল তোলার অর্থ হলো, পুলিশ বোঝাতে চায় যে তারা জনগণের বন্ধু না, তারা জনগণের সঙ্গে নেই। তারা আসলে পুলিশ।'
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাতারাতি দেয়াল তুলে পুলিশ জমিটা তাদের দখলে নিল এবং এলাকাবাসীর প্রবেশ আটকে দিল। একটা উন্মুক্ত স্থানে কোনোভাবেই তারা এভাবে দেয়াল দিতে পারে না। গেজেটে এই জায়গাটি উন্মুক্ত স্থান হিসেবে উল্লেখ আছে। ১৯৮০ সালে পৌরসভা (মিউনিসিপালিটি) এটিকে খেলার মাঠ করতে চেয়েছিল।'
তিনি বলেন, 'তারা যে দেয়াল তুলেছে তার ভেতরে এখনো মরদেহ গোসল করানোর ঘরটি রয়ে গেছে। এটি পুলিশের চরম অসংবেদনশীল আচরণ। পুলিশ এটি না করলেও পারতো। মাঠ তো কেউ নিয়ে যাবে না। এটি তো দেয়াল দিয়ে সুরক্ষিত করার কিছু নেই।'
তিনি আরও বলেন, 'মাঠে রাতারাতি দেয়াল তোলা বেআইনি। এটি চরম অসংবেদনশীল। আমরা যে সংলাপের উদ্যোগ নিচ্ছি তাদের এই কার্যক্রম সেই সংলাপ ব্যাহত করবে।'
Comments