মিরাজ ছিটকে যাওয়ায় টেস্ট স্কোয়াডে নাঈম

nayeem hasan
নাঈম হাসান। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

আঙুলে চিড় ধরায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলার অবস্থা ছিল না মেহেদী হাসান মিরাজের। এবার বিসিবি আনুষ্ঠানিকভাবেও জানিয়ে দিল তার না থাকার কথা। তার জায়গায় অনুমিতভাবেই স্কোয়াডে যুক্ত করা  হয়েছে অফ স্পিনার নাঈম হাসানকে।

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী দেন মিরাজের ছিটকে পড়ার খবর, 'গত ২৪ এপ্রিল ক্যাচ নিতে গিয়ে ডান হাতের কনিষ্ঠা আঙুলের হাড় নড়ে গিয়েছিল মিরাজের, এক্স-রে করে সেখানে চিড় পাওয়া যায়। চোট সারতে তার অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। কাজেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সে খেলতে পারবে না।'

অফ স্পিনিং অলরাউন্ডার মিরাজ ছিটকে গেলে নাঈমই ছিলেন বিকল্প। তাকেই অনুমিতভাবে স্কোয়াডে যুক্ত করা হয়েছে। এই তরুণ অফ সব শেষ টেস্ট খেলেছিলেন গত বছর ফেব্রুয়ারিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই টেস্টের পর আর একদশে জায়গা হয়নি। গত তিন সিরিজ ধরে স্কোয়াডেও নেই তিনি। এবার স্কোয়াডে ফেরার পাশাপাশি ম্যাচ খেলার সম্ভাবনাও উজ্জ্বল নাঈমের।

১৫ মে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। ২৩ মে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রথম টেস্টে না থাকা মিরাজ দ্বিতীয় টেস্টে ফিরতে পারবেন কিনা, তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গত ২৪ এপ্রিল বিকেএসপিতে শেখ জামালের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচের ১৮তম ওভারের ঘটনা। সানজামুল ইসলামের বলে তেড়েফুঁড়ে মারতে গিয়েছিলেন তামিম ইকবাল। ওয়াইড লং অনে সহজ ক্যাচ ছেড়ে দিয়ে উল্টো আহত হয়ে যান মিরাজ।

ক্যাচ ছেড়ে মাঠেই পড়ে থাকেন তিনি। পরে কাতরাতে কাতরানে মাঠ ছেড়ে বেরিয়ে যান এই অলরাউন্ডার।  চোট পাওয়া মিরাজের আঙুলে স্ক্যান করেই বাংলাদেশ দল পায় খারাপ খবর।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে চোট বেশ ভুগাচ্ছে বাংলাদেশকে। চোটের কারণে এই সিরিজে নিয়ে ছন্দে থাকা পেসার তাসকিন আহমেদ। শরিফুল ইসলামকে স্কোয়াডে রাখা হলেও তার খেলা না খেলা ব্র্যাকেট বন্দি হয়ে আছে ফিটনেস সাপেক্ষে। 

প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

Comments

The Daily Star  | English

A father lost forever

Two-year-old Masura Islam Taskia, daughter of slain lawyer Saiful Islam Alif, remains oblivious to the tragedy that has shaken her family.

2h ago