করাচি বিশ্ববিদ্যালয়ে গাড়ি বোমা বিস্ফোরণে ৩ চীনাসহ নিহত ৪

ছবি: ডন থেকে নেওয়া

পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আত্মঘাতী হামলায় ৩ চীনাসহ ৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ জন। নিহতদের একজন বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক।

গতকাল মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১টা ৫২ মিনিটের দিকে করাচি বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা শিক্ষা কেন্দ্র কনফুসিয়াস ইনস্টিটিউটের কাছে একটি ভ্যান-গাড়ি বিস্ফোরিত হয়।

দেশটির কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) তথ্য মতে, বোরকা পরিহিত এক নারী এই আত্মঘাতী হামলা চালিয়েছেন।

নিহতরা হলেন কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক হুয়াং গুইপিং, ডিং মুপেং, চেন সাই ও তাদের পাকিস্তানি গাড়িচালক খালিদ।

সিটিডি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজা ওমর খাত্তাব গণমাধ্যমকে বলেন, 'একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। বিস্ফোরণের ধরন দেখে মনে হচ্ছে বিস্ফোরক-দ্রব্য বিদেশ থেকে আনা হয়েছে।'

আত্মঘাতী হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিহতদের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

7h ago