হাঙ্গর-শাপলাপাতার ৪ মণ শুটকি জব্দ

জব্দ করা শুটকি পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: সংগৃহীত

কক্সবাজারের নতুন ফিশারিঘাট থেকে হাঙ্গর ও শাপলাপাতা মাছের ৪ মন শুটকি জব্দ করে ধ্বংস করেছে বনবিভাগ।

আজ সোমবার বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমনের একটি ইউনিট ও কক্সবাজার বনবিভাগের ২টি ডিভিশন যৌথভাবে অভিযান পরিচালনা করে এই শুটকি জব্দ করে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির আকন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বন্যপ্রাণী সংরক্ষণ আইনে হাঙ্গর ও শাপলাপাতা মাছ ধরা, মারা ও বিক্রি নিষিদ্ধ।'

তিনি আরও বলেন, 'আইন লঙ্ঘন করে এসব সামুদ্রিক প্রাণী ধরে সেগুলো দিয়ে শুটকি বানিয়ে দেশের নানাপ্রান্তে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা প্রায় ৪ টন শুটকি আমরা জব্দ করেছি। পরবর্তীতে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।'

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

3h ago