৪ ঘণ্টা পর নিউমার্কেট এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা চালু

ছবি: প্রবীর দাশ/স্টার

৪ ঘণ্টারও বেশি সময় পর 'কর্তৃপক্ষের' নির্দেশনা অনুযায়ী রাজধানীর নিউমার্কেট এলাকায় পুনরায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা চালু করেছে টেলিকম অপারেটররা।

অপারেটর সূত্র জানায়, আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিউমার্কেট এলাকায় পুনরায় দ্রুতগতির ইন্টারনেট সেবা চালুর করতে 'কর্তৃপক্ষের' কাছ থেকে নির্দেশনা পান তারা।

এর আগে, 'কর্তৃপক্ষের' নির্দেশনা অনুযায়ী বিকেল সাড়ে ৪টা থেকে নিউমার্কেট এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়।

তখন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার দ্য ডেইলি স্টারকে বলেন, 'যদি সরকার মনে করে যে নেটওয়ার্ক বন্ধ করে সংঘর্ষের বিস্তার বন্ধ করা যাবে, তাহলে নেটওয়ার্ক বন্ধ করা যেতে পারে।'

'অনেক মানুষ ইন্টারনেট ব্যবহার করে ঘটনাস্থল থেকে সংঘর্ষের লাইভ করে। এগুলো সংঘর্ষে উস্কানি দিতে পারে। এ কারণে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়,' বলেন তিনি।

ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ থাকলেও গ্রাহকরা মোবাইলে ভয়েস কল করতে পারছেন বলেও জানিয়েছিলেন তিনি।

Comments