৪১ বিলিয়ন ডলারে টুইটার কেনার প্রস্তাব ইলন মাস্কের
টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং টুইটারের বর্তমান অন্যতম শেয়ারহোল্ডার ইলন মাস্ক ৪১ দশমিক ৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার প্রস্তাব দিয়েছেন।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শেয়ার প্রতি ৫৪ দশমিক ২০ ডলার দাম হেঁকেছেন মাস্ক।
টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলরকে লেখা একটি চিঠিতে মাস্ক বলেছেন, টুইটারকে একটি প্রাইভেট কোম্পানিতে পরিবর্তন করা দরকার। তিনি বিশ্বাস করেন, কোম্পানিটি যেভাবে আছে সেখান থেকে যদি আরও যুগপোযোগী না করা হয় তাহলে আধুনিক সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে টুইটার তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ হবে।
মাস্ক আরও জানিয়েছেন, যদি তার প্রস্তাব গ্রহণ না করা হয়, তাহলে তিনি কোম্পানির শেয়ারহোল্ডার থেকে সরে যাওয়ার কথা বিবেচনা করবেন।
গত ১২ এপ্রিল টুইটারের সাবেক শেয়ারহোল্ডাররা মাস্কের বিরুদ্ধে মামলা করেছেন।
তাদের দাবি অনুযায়ী, মাস্ক তার ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কেনার তথ্য প্রকাশে বিলম্ব করে মার্কিন নিরাপত্তা আইন ভঙ্গ করেছেন।
ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করা ক্লাস-অ্যাকশন মামলায় বলা হয়েছে, মাস্ক তার শেয়ার কেনার কথা প্রকাশ না করে 'বস্তুগতভাবে মিথ্যা এবং বিভ্রান্তিকর বিবৃতি' দিয়েছে।
ইউএস ফেডারেল সিকিউরিটি আইন অনুযায়ী, যখনই কোনো বিনিয়োগকারী কোনো কোম্পানির কমপক্ষে ৫ শতাংশ শেয়ার কিনবেন, কেনার ১০ দিনের মধ্যে শেয়ারের পরিমাণ অবশ্যই প্রকাশ করতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক তার টুইটার শেয়ার কেনার বিষয়টি চূড়ান্ত করেছেন ১৪ মার্চ। কিন্তু ২৪ মার্চের মধ্যে মাস্ক তার শেয়ার কেনার কথা প্রকাশ করেননি।
Comments