ইমরান খান টিকটিকি ভয় পান: জারদারি

আসিফ আলি জারদারির সঙ্গে হাত মেলাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খান টিকিটিকি ভয় পান বলে দাবি করেছেন সাবেক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির সংবাদ অনুষ্ঠান 'ক্যাপিটাল টকে' বক্তব্য রাখতে যেয়ে জারদারি বলেন, 'আমি কারাগারে ৩ মাস ছিলাম, কিন্তু অপরদিকে ইমরান খান সামান্য টিকটিকির ভয়ে ভীত।'

জারদারি বলেন, ২০০৭ সালে আইনজীবীদের আন্দোলনের সময় ইমরান খানকে ৮ ঘণ্টার জন্য আটক করা হয়েছিল। সে সময় জানা যায়, তিনি টিকটিকি ভয় পান।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এর চেয়ারম্যানের প্রতি তীর্যক মন্তব্য করে জারদারি বলেন, 'যদি ইমরান খানকে হাজতে পাঠানো হয়, তাহলে ব্যাপারটি এই সাদা (বর্ণের) সাহেবের জন্য বিশাল সমস্যার কারণ হবে।'

ইতোমধ্যে, ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) একটি তদন্ত কার্যক্রম শুরু করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালে উপহার হিসেবে পাওয়া একটি দামি হার তিনি তার বিশেষ সহকারীর মাধ্যমে ১৮ কোটি পাকিস্তানি রুপিতে বিক্রি করেন।

আইন অনুযায়ী ওই হার বা হার বিক্রি থেকে পাওয়া অর্থ দেশের কোষাগারে বা ভাণ্ডারে জমা দেওয়ার কথা ছিল।

পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন মতে, তিনি সেটা না করে কোষাগারে মাত্র কয়েক লাখ রুপি জমা দেন।

সূত্রদের দেওয়া তথ্য অনুযায়ী, তার বিশেষ সহকারী জুলফিকার বুখারী এই হার বিক্রির তদারকি করেন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিষয়টি বেআইনি এবং অভিযোগ প্রমাণিত হলে ইমরান খানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

55m ago