রিজার্ভ কেলেঙ্কারি: প্রধান ৩ বিবাদীর বিরুদ্ধে অভিযোগ খারিজ করেননি আদালত
রিজার্ভ কেলেঙ্কারির ঘটনায় নিউইয়র্কের আদালতে দায়ের হওয়া মামলার প্রধান ৩ বিবাদীর বিরুদ্ধে অভিযোগ খারিজ করা হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
২০২০ সালে দায়ের হওয়া এই মামলার ২০ বিবাদীর মধ্যে সম্প্রতি ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য নিউইয়র্কের কাউন্টি সুপ্রিম কোর্টে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে গত ৮ এপ্রিল ব্লুমবেরি রিসোর্টস করপোরেশন ও ইস্টার্ন হাওয়াই লেইজার করপোরেশন অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, অব্যাহতি পাওয়া দুই কোম্পানির বিরুদ্ধে আপিল করার ব্যাপারে আইনজীবীর কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। মতামত পেলে আপিল করা হবে।
বাংলাদেশ ব্যাংক আজ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রিজার্ভ কেলেঙ্কারির মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের বিরুদ্ধে রায় পাওয়ার ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক আশাবাদী।
উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সাইবার অপরাধীরা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ৮১ মিলিয়ন ডলার হাতিয়ে নেয়। এই অর্থ উদ্ধারে ২০২০ সালের ২৭ মে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন এবং সংশ্লিষ্ট ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিউইয়র্কের কাউন্টি সুপ্রিম কোর্টে মামলা করা হয়।
Comments