দলের সঙ্গে থাকতে পারলেন না করোনায় আক্রান্ত ডমিঙ্গো

Russell Domingo
রাসেল ডমিঙ্গো। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

নিজ শহর পোর্ট এলিজাবেথে বাংলাদেশ দলের খারাপ অবস্থায় দলের সঙ্গে থাকতে পারলেন না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আপাতত তিনি আছেন আইসোলেশনে।

দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন শরীরে করোনার উপসর্গ দেখা দেয় ডমিঙ্গোর। ওই দিনই পিসিআর পরীক্ষা করানো হয় দলের পক্ষ থেকে। পরদিন ফল আসে পজিটিভ।

বাংলাদেশ দলের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী জানান, কোভিড আক্রান্ত হলেও এখন ভালো অবস্থায় আছেন ডমিঙ্গো, 'প্রধান কোচের শরীরে গত ৭ এপ্রিল উপসর্গ দেখা দেয়। এরপর পিসিআর পরীক্ষায় গত ৮ এপ্রিল তার ফল আসে পজিটিভ। তাকে সেলফ আইসোলেশনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা এখন ভাল। হালকা উপসর্গ আছে।'

দক্ষিণ আফ্রিকা সফরে পোর্ট এলিজাবেথেই শেষ ম্যাচ খেলছে বাংলাদেশ। চরম ব্যাটিং ব্যর্থতায় দলের অবস্থা বেশ শোচনীয়। এই ম্যাচ শেষে ক্রিকেটাররা দেশে ফিরলেও এমনিতেও ছুটি কাটাতে সেখানে থেকে যাওয়ার কথা ছিল ডমিঙ্গোর। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের পরের সিরিজ মে মাসে।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

2h ago