বরখাস্ত ডিআইজি মিজানের অর্থপাচার মামলার নথি তলব হাইকোর্টের

dig mizan
বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান। ফাইল ছবি

বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানকে দুর্নীতির মামলায় অর্থপাচারের অভিযোগ থেকে খালাস দিয়ে বিচারিক আদালতের দেওয়া রায়কে চ্যালেঞ্জ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

এছাড়া নিম্ন আদালত থেকে মামলার নথিও তলব করা হয়েছে।

আজ রোববার আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, নিম্ন আদালতের নথি হাইকোর্টে পৌঁছানোর পর কমিশনকে (দুদক) চার মাসের মধ্যে মামলার পেপার বুক তৈরি করতে বলেছেন আদালত।

এরপর হাইকোর্ট আপিলের ওপর শুনানি করবেন বলে জানান তিনি।

২০১৯ সালের ১৬ জুলাই দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা, মিজানুর ও দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেন।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি মিজানুরের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার দায়ে এনামুল বাসিরকে তিন বছরের কারাদণ্ড এবং অর্থপাচারের অভিযোগে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।

নিম্ন আদালত ঘুষ দেওয়ার অভিযোগে মিজানুর রহমানকে তিন বছরের কারাদণ্ড দিলেও অর্থপাচারের অভিযোগ থেকে খালাস দেন।

এনামুল বাসির ও মিজানুর রহমান দুজনই এখন কারাগারে।

আজ হাইকোর্টে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

Comments

The Daily Star  | English

If rates are raised on savings certificates, no one will keep money in banks: Salehuddin

He says reforming banking sector needs time and an elected government’s mandate

6m ago