‘আপনাদের প্রিয় মিয়া ভাই ভালো আছেন, সুস্থ আছেন’

কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত ২০২১ সালের ৪ মার্চ থেকে মাউন্ট এলিজাবেথে চিকিৎসাধীন ফারুকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে পরিবার।

গতকাল শনিবার মধ্যরাত থেকে এই অভিনেতার মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে ২০২১ সালের ৮ এপ্রিল সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল।

সিঙ্গাপুর থেকে নায়ক ফারুকের স্ত্রী ফারহানা পাঠান আজ রোববার সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মিয়া ভাই ভালো আছেন, সুস্থ আছেন। আগের মতোই আছেন। তেমন কিছুই ঘটেনি। আমাদের জন্য দোয়া করবেন।'

নায়ক ফারুক এইচ আকবর পরিচালিত 'জলছবি' চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

২০১৬ সালে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

ফারুক অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে—'সারেং বৌ', 'লাঠিয়াল', 'সুজন সখী', 'নয়নমনি', 'মিয়া ভাই', 'গোলাপী এখন ট্রেনে', 'সাহেব', 'আবার তোরা মানুষ হ', 'আলোর মিছিল', 'দিন যায় কথা থাকে', 'সখী তুমি কার', 'কথা দিলাম', 'সূর্য গ্রহণ' ইত্যাদি।

Comments

The Daily Star  | English

13 former BDR members walk out of jail after 16 years

Family members expressed overwhelming joy at the release, reuniting with their loved ones

27m ago