শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল গ্রেপ্তার কি ‘আপস’ ও ‘নীরবতা’র ফল?

প্রকৃতিকে ব্যাখ্যা করতে বিজ্ঞানকে প্রাধান্য দেওয়ার কথা বলে গ্রেপ্তার হয়েছেন মুন্সিগঞ্জের স্কুলশিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। 'ধর্ম অবমাননা'র অভিযোগে গত ২২ মার্চ বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ। ওই দিনই শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। 

প্রশ্ন উঠছে, শিক্ষকের সঙ্গে ছাত্রদের হঠাৎ এমন আচরণের পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা, শ্রেণিকক্ষে গোপনে কে অডিও রেকর্ড করলো, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল কিনা। মামলার যিনি বাদী অফিস সহকারী মো. আসাদ তিনি নিজেও এ নিয়ে প্রশ্ন তুলেছেন। 

অন্যদিকে আমাদের প্রশ্ন হলো, এ ধরনের ঘটনা এবং ঘটনার পর দেশজুড়ে যা ঘটছে তা কি তাৎপর্য বহন করে? এসব কি জন-অসন্তোষের বহিঃপ্রকাশ? 

স্টার ভিউজরুমে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টার বাংলা বিভাগের সম্পাদক গোলাম মোর্তোজা।

Comments

The Daily Star  | English

2 dead, over 500 houses gutted in Rohingya refugee camp fire

Two people were burnt to death and many others injured in a devastating fire that broke out at a Rohingya refugee camp in Cox’s Bazar’s Ukhiya today

1h ago