ব্লিনকেন-মোমেন বৈঠকে র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি: বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাব ও এর ৭ বর্তমান-সাবেক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের প্রতি জোর আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

গতকাল সোমবার রাতে ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকে মোমেন এ আহবান জানান।

বৈঠকের পর মোমেন সাংবাদিকদের বলেন, 'আমি তাকে বলেছি যে বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সমস্যা ছিল। আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছিল। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি ছিল। এসব দূর করতে র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।'

ওয়াশিংটনে ব্লিনকেনের সঙ্গে সাক্ষাতে মোমেন বলেন, 'আপনাদের সাবেক রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টিও র‌্যাবের ভূমিকার প্রশংসা করেছিলেন।'

'এখন মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশের তরুণরা র‌্যাবে যোগ দিতে নিরুৎসাহিত হবে,' উল্লেখ করে মোমেন আরও বলেন, 'কখনো কখনো র‌্যাব কিছু বাড়াবাড়ি করেছে। তবে সংস্থাটির মধ্যে জবাবদিহির ব্যবস্থা আছে। যারা ভুল করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে।'

'গত ৪ মাসে র‌্যাবের হাতে কারো নিহত হওয়ার কোনো অভিযোগ নেই,' বলেও মন্তব্য করেন তিনি।

তার এসব বক্তব্যে ব্লিনকেনের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে মোমেন বলেন, 'তাদের একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে এবং সেটির মধ্য দিয়ে তারা যাবে।'

'র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আমি খুবই আশাবাদী,' যোগ করেন তিনি।

মোমেন ব্লিনকেনকে ২০১৩ সালে স্থগিত করা জিএসপি সুবিধা নতুন করে দেওয়ার জন্যও অনুরোধ করেছিলেন।

জবাবে ব্লিনকেন বলেছেন যে তারা বাংলাদেশের শ্রমবিষয়ক সমস্যাগুলো নিয়ে অভিযোগগুলো সম্পর্কে জানেন।

ব্লিনকেনকে উদ্ধৃত করে মোমেন বলেন, 'তারা বলেছেন যে আমরা যদি শ্রম ব্যবস্থার উন্নতি করতে পারি, তাহলে তারা জিএসপি সুবিধা পুনর্বহাল করতে পারে।'

Comments

The Daily Star  | English

Regulating online hate speech 'not censorship': UN rights chief

Instead, Meta platforms including Facebook and Instagram, 'would use community notes similar to X (formerly Twitter), starting in the US'

1h ago