বিমানবন্দরে মশা-লার্ভার ঘনত্ব নিয়ে জরিপের নির্দেশ হাইকোর্টের

স্টার ফাইল ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় মশা ও লার্ভার ঘনত্ব জরিপ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে আগামী ৮ জুনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।  

আজ রোববার বিচারপতি বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ এ আদেশ দেন।

বিমানবন্দর এলাকায় মশার উপদ্রব মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে ২০১৯ সালের মার্চে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদের করা এক রিট আবেদনের শুনানির সময় আদেশটি দেওয়া হয়।  

শুনানির সময় বেবিচককের আইনজীবী হাইকোর্টে ২০১৯ সালের জরিপের প্রতিবেদন জমা দেন।

রিট আবেদনকারী তানভীর আদালতকে বলেন, বিষয়টির সঙ্গে জাতির ভাবমূর্তির সম্পর্ক থাকলেও, বেবিচক গত ৩ বছরে শাহজালাল বিমানবন্দর এলাকায়  মশা ও লার্ভার ঘনত্ব নিয়ে কোনো জরিপ করেনি।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

Comments

The Daily Star  | English

Mindless mayhem

The clashes between students of three colleges continued yesterday, leaving over 100 injured in the capital’s Jatrabari.

6h ago