পুকুরে কুমির, ধরা পড়ল জালে
বাগেরহাটের রামপালে একটি পুকুর থেকে কুমির উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রামপাল উপজেলার শ্রীরম্ভা এলাকার ইসরাফিল গাজীর বাড়ির পুকুর থেকে জাল টেনে কুমিরটিকে উদ্ধার করেছেন স্থানীয়রা।
আজ দুপুরে কুমিরটিকে পশুর নদীতে ছেড়ে দিয়েছেন বন কর্মকর্তারা।
স্থানীয় অধিবাসী আশিকুজ্জামান বলেন, 'গতকাল বিকেল থেকে স্থানীয় একজন তার ৬টি হাঁসের সন্ধান পাচ্ছিলেন না। আজ সকালে ইসরাফিল গাজী পুকুরে হাঁসের পালক ভাসতে দেখে জাল টানা হয়। তখন পুকুর থেকে কুমিরটি ধরা পড়ে।'
তিনি আরও বলেন, 'পুকুরটি সরাসরি কৌচুর খালের সঙ্গে যুক্ত। এটি ভ্যাকাটেমারী খালের একটি শাখা খাল। পশুর নদীর পানি সরাসরি এসব খালে প্রবেশ করে। পশুর নদী থেকে জোয়ারের পানিতে কুমিরটি খাল হয়ে পুকুরে আসতে পারে।'
সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, 'আমরা কুমিরটিকে উদ্ধার করে দুপুরে সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে ছেড়ে দিয়েছি।'
এর আগে গত ১১ মার্চ রামপাল উপজেলার বগুড়া খালে মাছ ধরার সময় জেলেদের জালে একটি কুমির ধরা পড়ে। পরে কুমিরটিকে সুন্দরবনের করমজল সংলগ্ন একটি খালে ছেড়ে দেওয়া হয়।
Comments