টিপু হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার সকালে গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

এ বিষয়ে আজ দুপুর দেড়টায় ডিএমপি মিডিয়া সেন্টারে বিফ্রিংয়ে বিস্তারিত জানানো হবে।

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর ব্যস্ত সড়ক শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় জাহিদুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। তিনি এসময় নিজ গাড়িতে খিলগাঁওয়ের বাগিচা এলাকার বাসায় যাচ্ছিলেন।

গাড়ি যানজটে পড়ার পর মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা এক যুবক জাহিদুলকে লক্ষ্য করে গুলি করেন। এসময় এলোপাতাড়ি গুলিতে জাহিদুলের গাড়িচালক মনির হোসেন এবং রিকশা আরোহী কলেজছাত্রী সামিয়া আফরান জামাল গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে জাহিদুল ও সামিয়াকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চালক মনির হোসেন চিকিৎসা শেষে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়েছেন। জাহিদুলের গাড়ির পেছনের আসনে থাকা তার ২ বন্ধু মিজানুর রহমান ও আবুল কালাম প্রাণে বেঁচে যান।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

2h ago