টিপু হত্যায় যেখান থেকেই কল-কাঠি নাড়িয়ে থাকুক, ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: স্টার ফাইল ছবি

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যাকাণ্ড যেই ঘটিয়ে থাক, যেখান থেকেই কল-কাঠি নাড়িয়ে থাকুক, শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ডিবি-র‌্যাব সবাই কাজ করছে। আমরা মনে করি, কেন করেছে শিগগির তা উদঘাটন করতে পারবো।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো আমরা মনে করি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত আছে। কোভিড পরিস্থিতিতে অনেকে ব্যবসা-বাণিজ্য হারিয়েছে, আমরা মনে করেছিলাম ছিনতাই-রাহাজানি বাড়তে পারে। কিন্তু প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনার কারণে কোভিড পরিস্থিতিতে আমাদের দেশ তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। সে জন্য আমরা এগুলোকে ঠিক রাখতে পেরেছি।

Comments

The Daily Star  | English

The wrongs of past 15yrs must be righted

The Daily Star spoke to BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir on a host of issues ranging from elections to media freedom 

14h ago