আমি এই সিরিজ জয়কেই সবার ওপরে রাখব: তামিম
সেই ২০১৫ সাল থেকেই বাংলাদেশ দলের বদলে যাওয়ার শুরু। বিশেষ করে ওয়ানডে সংস্করণে। ঘরের মাটিতে অনেক সিরিজই জিতেছে বাংলাদেশ। এমনকি টানা ছয়টি সিরিজ জয়ের নজিরও রয়েছে। তবে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের মাহাত্ম্যই যে অন্যরকম। যেখানে এশিয়ার দল তো বটেই অন্যান্য দেশগুলোও জয় পেতে হিমসিম খেয়ে ওঠে।
দুটি বিশ্বকাপ জেতা ভারতীয় দল প্রোটিয়াদের মাটিতে সিরিজ জিততে পেরেছেন মাত্র একবার। ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী পাকিস্তান জিতেছে দুইবার। ১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা তো কখনোই পারেনি। না পারার কাতারে ওয়েস্ট ইন্ডিজের মতো বড় নামও রয়েছে। যাদের ঘরেই গিয়েছে প্রথম দুটি বিশ্বকাপ। পারেনি সোনালি সময়ের জিম্বাবুয়েও। সেখানে করে দেখাল বাংলাদেশ।
স্বাভাবিকভাবেই এমন কীর্তি গড়ে দারুণ আহ্লাদিত টাইগার অধিনায়ক তামিম ইকবাল খান, 'এটি (দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়) অনেক বড় (অর্জন)। এটি খুব সম্ভবত আমার ক্যারিয়ারের, আমাদের ক্যারিয়ারের, আমরা চারজন সিনিয়র আছি ১৫ বছর ধরে খেলছি... আমাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়গুলোর একটি। আমি এই সিরিজ জয়কেই সবার ওপরে রাখবো। এটি অনেক বড় জয়।'
এ জয়ে কেবল রেকর্ড বই সমৃদ্ধ হয়েছে তা নয়, বাংলাদেশ পেয়েছে পরবর্তী জয়ের রশদ। এ জয় আত্মবিশ্বাস তুঙ্গে টাইগারদের। তামিমের ভাষায়, 'এ জয় আমাদের বিশ্বাস জোগাবে যে আমরা বিদেশে সফর করলে শুধুই হারবো না, আমরা ম্যাচ জিততে পারি, সিরিজ জিততে পারি... এই সিরিজ জয় অবশ্যই সেই আত্মবিশ্বাস দেবে দলের সবার মধ্যে।'
তবে কাজটা একজন পেসারের হাট ধরে আসায় আরও বেশি খুশি তামিম। কারণ টাইগারদের সাফল্যের পেছনে স্পিনারই অবদান বলে অদৃশ্য ট্যাগ লেগে আছে। তাই দলের সাবেক-বর্তমান পেস বোলারদের কৃতিত্ব দিলেন অধিনায়ক, 'আমি খুবই গর্বিত। বিশেষ করে বাংলাদেশি ফাস্ট বোলার ফাইফার নিয়েছে, ম্যাচসেরা, সিরিজসেরার পুরস্কার জিতেছে। আপনি এর চেয়ে বেশি কিছু চাইতে পারেন না। বাংলাদেশের ব্যাপারে সবাই স্পিন বোলিংয়ের কথা বলে। কিন্তু ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট গত দুই বছর ধরে দুর্দান্ত... আমি সব কোচদের এবং আগেও যারা কাজ করেছে ওদের সঙ্গে, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তারা অসাধারণ কাজ করেছে।'
সবমিলিয়ে ওয়ানডে ক্রিকেটে জয়ের ধারাবাহিকতা থাকায় দারুণ গর্বিত তামিম, 'ওয়ানডে ক্রিকেটে আমাদের অনেক গর্ব। আমরা বিশ্বাস করি এই ফরম্যাটে আমরা অনেক ভালো দল। আমাদের হোম সিরিজে বিশ্বের সব দলকেই হারিয়েছি। আমার মতে, এই ফরম্যাটে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি এবং গত ৫-৬ বছর ধরেই খুব ভালো করছি। বিদেশে জেতাই বাকি ছিল। এই সিরিজে আমরা তা করে দেখিয়েছি।'
Comments