চট্টগ্রামে টিসিবির পণ্য জব্দ, ডিলারসহ আটক ৩

নায্যমূল্যে খোলা বাজারে বিক্রির জন্য টিসিবির বরাদ্দ পণ্য মজুদের খবর পেয়ে নগরের সিমেন্ট ক্রসিং এলাকায় এক ডিলারের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল, ডাল ও চিনি জব্দ করে র‍্যাব। ছবি: রাজীব রায়হান

চট্টগ্রাম নগরীর সিমেন্ট ক্রসিং এলাকায় একটি ডিলারের গুদামে অভিযান চালিয়ে টিসিবির বরাদ্দকৃত বিপুল পরিমাণ তেল, ডাল ও চিনি জব্দ করেছে র‍্যাব।

এ ঘটনায় টিসিবির ডিলার মো. রাশেদসহ ৩ জনকে আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, অভিযান চালিয়ে ২ হাজার লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি মসুর ডাল ও ৫০০ কেজি চিনি উদ্ধার করেছে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল আজ ভোরে ওই গুদামে অভিযান চালায়।

তিনি আরও বলেন, 'তারা আসন্ন রমজানে বেশি দামে বিক্রি করার জন্য ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি মজুদ করছিল। টিসিবি ডিলার রাশেদ টিসিবি কর্তৃক বরাদ্দকৃত এসব পণ্য খোলা বাজারে বিক্রি করতেন। বেশি দাম পেতে বোতলজাত তেলের বোতল কেটে খোলাবাজারে বিক্রি করেন তারা।'

আটককৃতদের বন্দর থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

EC preparing to hold next national polls in December

Election Commissioner Abul Fazal says after briefing development partners about the next polls

56m ago