৩ দিন বন্ধের পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু

ফাইল ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও শবে বরাত উপলক্ষে ৩ দিন বন্ধের পর আজ রোববার থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দুপুর থেকে এই স্থলবন্দর দিয়ে ২৮৯টি ট্রাকে বিভিন্ন পণ্য আমদানি হয়েছে।

আমদানিকৃত পণ্যের মধ্যে আছে ৮৯ ট্রাক ভারতীয় পাথর, ১৫৫ ট্রাক ভুটানি পাথর, ২৭ ট্রাক ভুট্টা, ৮ ট্রাক গম, ৮ ট্রাক মেশিনারিজ, ১ ট্রাক ভুষি।

এছাড়া বাংলাদেশ থেকে ভারত এবং নেপালে রপ্তানি হয়েছে ৫৯ ট্রাক সয়াবিন, তুলা, প্রাণ টোস্ট ও গ্লাস শিট।

বন্ধের সময়ে এ স্থলবন্দর দিয়ে সরকারি কার্যক্রম ও ভিসাধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে পারাপার করতে পেরেছেন বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমস কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এই ৩ দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।'

Comments

The Daily Star  | English

Time to build the country after overcoming dictatorship: Tarique

Highlights need to build skilled generations across all sectors

1h ago