‘ডুবে যাওয়া লঞ্চে অর্ধশতাধিক যাত্রী ছিল’
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে জানিয়েছেন উদ্ধার হওয়া এক যাত্রী।
খোরশেদ আলম নামের ওই যাত্রী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডুবে যাওয়া লঞ্চের নাম আফসার উদ্দিন। আমি ওই লঞ্চের যাত্রী ছিলাম। লঞ্চটিতে প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিল।'
তিনি আরও বলেন, 'আল্লাহর রহমতে জীবিত উদ্ধার হয়েছি। অনেকেই লঞ্চ থেকে লাফিয়ে পড়েছেন, অনেকেই পারেননি। তাদের অবস্থা জানি না।'
ইতোমধ্যে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার কাজ শুরু করেছেন। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।
লঞ্চডুবির খবর পেয়ে নদীর ২ পাশে ভিড় করেছেন স্থানীয়রা। নিখোঁজদের আত্মীয়-স্বজনদের মধ্যে কান্নার রোল পড়েছে।
এর আগে, আজ রোববার দুপুর সোয়া ২টার দিকে সদর উপজেলার কয়লাঘাট এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে এই দুর্ঘটনা ঘটে।
Comments