চিকিৎসা ও শিক্ষার মান বাড়াতে ডেন্টাল ইনস্টিটিউট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

zahid malek
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

ডেন্টাল বিশ্ববিদ্যালয় স্থাপনে চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টার পাশাপাশি তিনি ডেন্টাল ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেবেন।

ওয়ার্ল্ড হেলথ ডে উপলক্ষে আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেন্টাল ইউনিভার্সিটির বিষয়ে প্রধানমন্ত্রীকে বলবো তার অনুমোদনের জন্য। তবে আশ্বস্ত করতে চাই, দেশে একটি ডেন্টাল ইনস্টিটিউট স্থাপন করা হবে। ডেন্টাল ইনস্টিটিউট হলে চিকিৎসা এবং শিক্ষার মান অনেক উন্নত হবে।

তিনি আরও বলেন, আপনারা কয়েকদিন দেখেছেন, করোনায় মৃত্যু শূন্যের কোটায় আছে। পৃথিবীতে খুব কম দেশ আছে যেখানে করোনায় মৃত্যু শূন্যে নেমেছে। বাংলাদেশে দেখছেন, গতকালও করোনায় মৃত্যু শূন্যে ছিল এবং ১ শতাংশের নিচে সংক্রমণের হার নেমে এসেছে। এটা খুবই আশাব্যঞ্জনীয়। স্বাস্থ্যবিধি এখনো আমাদের মেনে চলতে হবে, যাতে করে করোনা আবার বৃদ্ধি না পায়।

বাংলাদেশ ভ্যাকসিন উৎপাদন করে না কিন্তু আমরা বিদেশ থেকে ভ্যাকসিন এনে এ পর্যন্ত ২২ কোটি ডোজ ভ্যাকসিন বাংলাদেশের মানুষকে দিয়েছি। সম্মুখ সারিতে যারা কাজ করেন তাদের শতভাগ ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে এবং ৭৫ শতাংশের বেশি মানুষ ভ্যাকসিন পেয়ে গেছে। যার ফলে সংক্রমণের হার এবং মৃত্যুহার অনেক কমে গেছে। আমরা এখন স্বাভাবিক জীবন-যাপন করতে পারছি, বলেন জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভ্যাকসিনের বিরুদ্ধে অনেক আলোচনা, কথা-বার্তা আমাদের বিরোধী দল বলেছিল। 'এই ভ্যাকসিন পানি'; 'এই ভ্যাকসিন গঙ্গার জল', আরও অনেক কথা বলেছিল। আবার যখন ভ্যাকসিন এলো, তারাই আগে ভ্যাকসিন নিয়েছে। ভ্যাকসিন নিয়ে তারা মিটিং করতে পারে এবং আমাদের বিরুদ্ধে কথা বলতে পারে। করোনার সময় চিকিৎসাও তারা এই বাংলাদেশে নিয়েছে, তাদের বাইরে যেতে হয়নি। বাংলাদেশে বসে চিকিৎসা নিয়েই তারা ভালো আছেন, সুস্থ আছেন—এই বিষয়টাও মনে রাখতে হবে।

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for three hours between 11am and 2pm

42m ago