কুকুরের আক্রমণে আহত ৬, পিটিয়ে মারল উত্তেজিত জনতা
চট্টগ্রামের বোয়ালখালীতে এক কুকুরের কামড়ে অন্তত ৬ জন আহত হয়েছেন। পরে ওই কুকুরকে পিটিয়ে মেরেছে উত্তেজিত জনতা।
আজ শনিবার সকালে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর সারোয়াতলী গ্রামে এ ঘটনা ঘটেছে।
কুকুরটির কামড়ে আহত হয়েছেন ৬ জন। তাদের মধ্যে ৩ জনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- উত্তর সারোয়াতলী গ্রামের একই পরিবারের কুলছুমা বেগম (৬০) ও ছখিনা বেগম (৪০) এবং পশ্চিম শাকপুরা গ্রামের তরুণ দে (৬৫), রাবেয়া বেগম (৬০) মো. কাশেম (৪০) ও মো. বাচা (৬৫)।
আহতদের মধ্যে ৩ জনকে সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসক তাদের চট্টগ্রাম নগরীতে সরকারি জেনারেল হাসপাতালে পাঠান।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'চিকিৎসা নিতে আসারা জানিয়েছেন, ঘরে ঢুকে কুকুরটি তাদের কামড়ে দিয়েছে। আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।'
উত্তর সারোয়াতলী গ্রামের বাসিন্দা বাবর মোনাফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকালে একটি পাগলা কুকুর আমাদের গ্রামে ঢুকে বেশ কয়েকটি এলাকায় বিভিন্ন বয়সের মানুষকে কামড় দেয়। এ সময় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় মানুষ উত্তেজিত হয়ে হাশেম ড্রাইভার বাড়ি এলাকায় দুপুর ১২টার দিকে ওই কুকুরকে পিটিয়ে মেরে ফেলে।'
Comments