বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে সাবেক দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের রিট

শরীফ উদ্দিন। ছবি: সংগৃহীত

চাকরি থেকে বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন।

আজ রোববার তিনি এ রিট করেন।

গত ১৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (সার্ভেন্টস) সার্ভিস রুলস-২০০৮ এর ৫৪(২) ধারায় শরীফকে বরখাস্ত করে দুদক। এটি অনুসারে, কমিশন ৯০ দিনের নোটিশ জারি করে বা নগদ ৯০ দিনের বেতন দিয়ে যে কোনো কর্মকর্তাকে বরখাস্ত করতে পারে।

পিটিশনে শরীফ বলেন, এই ধারা প্রয়োগ করে কমিশন তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে। তাকে পুনর্বহাল করার জন্যও হাইকোর্টের প্রতি আবেদন জানান তিনি।

যোগাযোগ করা হলে শরীফ উদ্দিনের আইনজীবী মিয়া মোহাম্মদ ইশতিয়াক জানান, ২-১ দিনের মধ্যে আবেদনের শুনানি হবে বলে আশা করছেন তারা।

এ ছাড়া, হাইকোর্ট আজ শরীফের পদত্যাগের বিষয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগের স্বাধীন তদন্ত করার নির্দেশনা চেয়ে করা অন্য একটি রিট পিটিশনের জন্য আগামী ১৫ মার্চ তারিখ ধার্য করেছেন।

গত ২৭ ফেব্রুয়ারি শরীফ তাকে চাকরিতে পুনর্বহাল করার আবেদন করেন। তিনি তার কিছু সফল কাজের উল্লেখ করে দুদক চেয়ারম্যানের কাছে একটি আবেদন জমা দেন।

দুদক সূত্র জানিয়েছে, এ বিষয়ে কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

দুদকের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে শরীফের সহকর্মীরা দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন। তাদের মতে, শরীফ পরিশ্রমী ও দক্ষ কর্মকর্তা ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থানের কারণে দুর্নীতিবাজরা তাকে জীবননাশেরও হুমকি দিয়েছিল।

শরীফের সহকর্মীরা আরও বলছেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই শরীফকে বরখাস্ত করা দুর্নীতিকে সমর্থন করার সমতুল্য।

Comments

The Daily Star  | English
The BNP has submitted 62 constitutional reform proposals to the Constitution Reform Commission.

BNP unveils vision for ‘rules-based’ society

The BNP yesterday submitted to the constitution reform commission its 62 recommendations designed to establish a rules-based structure and ensure checks and balances of power.

7h ago