সাভারে পুলিশ বক্সের পাশে দিনে-দুপুরে ছিনতাই

ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় পুলিশ বক্সের পাশেই বুধবার দুপুরে এই ট্রাকটির চালক ও সহযোগীরা ছিনতাইয়ের শিকার হন। ছবি: আকলাকুর রহমান আকাশ/স্টার

ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকা। পাশেই পুলিশ বক্সে দায়িত্ব পালন করছিলেন সাভার হাইওয়ে থানার পুলিশ সদস্যরা। বেলা পৌনে ১২টার দিকে পুলিশ বক্সের ঠিক উল্টো পাশে মহাসড়কের পাটুরিয়াগামী লেনে রংপুরগামী ট্রাকের ড্রাইভার উজ্জায়েতুল ইসলাম ট্রাক থামান। মুহূর্তেই একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে তাকে। ট্রাকে থাকা চালকের ২ সহযোগীকে তারা মারধর শুরু করে এবং নগদ ২২ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এক রিকশা চালকের কাছে ছিনতাইয়ের খবর পেয়ে পাশেই দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলের দিকে যান। তারা ধাওয়া করতেই পালিয়ে যায় ছিনতাইকারীরা।

আজ বুধবার এ ঘটনার পরপরই ঘটনাস্থলে ট্রাক চালক উজ্জায়েতুল ইসলামের সঙ্গে কথা হয় দ্য ডেইলি স্টারের।

তিনি বলেন, 'প্রকৃতির ডাকে সাড়া দিতে মহাসড়কের পাশে ট্রাকটি থামিয়েছিলাম। এ সময় ৭ জনের একটি দল অস্ত্র হাতে আমাকে জিম্মি করে মারধর শুরু করে। ট্রাকের হেলপার সুমন মিয়াসহ ২ জনকেও তারা মারধর শুরু করে।'

'পরে আমাদের কাছ থেকে নগদ ২২ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা,' বলেন উজ্জায়েতুল।

তিনি বলেন, 'এ সময় পুলিশ সদস্যরা ছুটে এলেও দুর্বৃত্তরা পালিয়ে যায়। দিন- দুপুরে প্রকাশ্যে মহাসড়কে ডাকাতি-ছিনতাই হলে আমরা কীভাবে চলব।'

ট্রাকের হেলপার সুমন মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'মাসের জমানো ১৮ হাজার টাকা গাইবান্ধায় বাড়িতে দেবো বলে সঙ্গে নিয়ে যাচ্ছিলাম। ছিনতাইকারীরা ওই টাকা আর আমার মোবাইল ফোন নিয়ে গেছে।'

ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকজন দোকানদার ও পথচারীর সঙ্গে কথা বলে জানা যায়, মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকা থেকে ডেইরি গেইট এলাকার ফাঁকা জায়গায় প্রতিনিয়তই বিশেষ করে সন্ধ্যার দিকে ছিনতাই হয়।

সেখানে পুলিশ বক্সে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করলেও, ছিনতাই কোনোভাবেই কমছে না।

পুলিশ বক্সে দায়িত্বরত সাভার হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক সাঈদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ট্রাকে ছিনতাই হচ্ছে খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। কয়েকজন ছিনতাইকারী মহাসড়কের পাশেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল টপকে পালিয়ে গেছে।'

দিন-দুপুরে পুলিশ বক্সের কাছে ছিনতাইয়ের ঘটনাটি কীভাবে দেখছেন, জানতে চাইলে সাঈদুল ইসলাম বলেন, 'সন্ধ্যা ও রাতে ফাঁকা জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। আজই প্রথম দিনে ছিনতাই হলো। সন্ধ্যা থেকে সারা রাত আমাদের টিম ডেইরি গেইট থেকে সিঅ্যান্ডবি এলাকার মাঝে ফাঁকা জায়গাটিতে দায়িত্ব পালন করেন।'

'আমরা মাঝে মাঝে ছিনতাইকারীদের আটক করলেও, কেউ মামলা দিতে চায় না। তাই আমরা কিছুই করতে পারি না,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

4 years could be maximum one can go before election: Yunus tells Al Jazeera

Says govt's intention is to hold election as early as possible

54m ago