টেস্টে ফিরলেন সাকিব-তামিম, ওয়ানডেতে প্রথমবার খালেদ
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে সাকিব আল হাসান খেলবেন কি খেলবেন না, এ নিয়ে কম জল্পনা কল্পনা হয়নি। তবে সব জল্পনা থামিয়ে এ সফরে আছেন এ অলরাউন্ডার। ফিরলেন টেস্ট দলে। একই সঙ্গে টেস্টে ফিরেছেন ওয়ানডে সংস্করণের অধিনায়ক তামিম ইকবালও। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে ছিলেন না এ দুই তারকা ক্রিকেটার।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করলেও ওয়ানডে সিরিজে ১৬ সদস্য নিয়ে যাবে টাইগাররা।
সাকিব রয়েছেন দুই সংস্করণেই। তবে টেস্ট থেকে ছয় মাসের ছুটি চেয়েছিলেন। বিষয়টি যদিও নির্ভর করছিল আইপিএল দল পাওয়ার ওপর। শেষ পর্যন্ত আইপিএলে দল না পাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরে থাকছেন এ অলরাউন্ডার। বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম শেখ ও ফজলে মাহমুদ। তবে চমক হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে সংস্করণে জায়গা পেয়েছেন সৈয়দ খালেদ আহমেদ।
আগামী ১২ মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় আইসিসি ওয়ানডে সুপার লিগ ও টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি সেঞ্চুরিয়নে ১৮ মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে। ২০ মার্চ জোহানেসবার্গে ও ২৩ মার্চ সেঞ্চুরিয়নে হবে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
ওয়ানডে সিরিজ শেষে ডারবানে আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ। ৮ এপ্রিল থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ভেন্যু পোর্ট এলিজাবেথ।
ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।
টেস্ট স্কোয়াড
মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।
Comments