কচা নদীর ডুবোচরে আটকে ফেরি, ভোগান্তিতে পারের অপেক্ষায় থাকা মানুষ

ডুবোচরে আটকে থাকা ফেরিটি। ছবি: সংগৃহীত

পিরোজপুরের কচা নদীতে ডুবোচরে আটকে গেছে টগরা-চরখারী রুটে চলাচলকারী ফেরি।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ফেরিটি নদীর টগরা প্রান্তে ইন্দরকানী এলাকার একটি ডুবোচরে আটকা পরে।

পারের অপেক্ষায় থাকা মানুষদের পোহাতে হচ্ছে ভোগান্তি। ছবি: সংগৃহীত

ফেরির রুট ম্যানেজার সোহরাব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল সাড়ে ৮টার দিকে ফেরিটি ডুবোচরে আটকা পরেছে। এখন সেটি জোয়ারে অপেক্ষায় আছে। সাড়ে ১১টা থেকে ১২টার দিকে জোয়ার এলে সেটি আবার চলতে পারবে।'

দীর্ঘ হচ্ছে পার হওয়ার অপেক্ষায় থাকা বাসের সারি। ছবি: সংগৃহীত

ফেরি আটকে পড়ায় এই রুটের ২ প্রান্তে পার হওয়ায় অপেক্ষায় থাকা বাস ও অন্যান্য পরিবহনের সারি দীর্ঘ হচ্ছে। ফলে ভোগান্তিতে পরেছেন সাধারণ মানুষ।

Comments