লালমনিরহাটে সার্কাসের মত্ত হাতিটিকে চেনতানাশক দেওয়া হয়েছে

লালমনিরহাটে তাণ্ডব চালায় সার্কাস দলের হাতি। ছবি: সংগৃহীত

লালমনিরহাটে তাণ্ডব চালানো সার্কাসের হাতিটিকে চেতনানাশক ইনজেকশন প্রয়োগ করা হয়েছে।

পুলিশ নারী কল্যাণ সমিতির মেলায় দ্য লায়ন সার্কাসের হাতিটি গতকাল সোমবার শিকল ছিঁড়ে বেরিয়ে যায়। হাতিটি শহরের সাহেব পাড়া এলাকায় তাণ্ডব চালিয়ে বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে। মাহুত হাতিটিকে শান্ত করতে না পারায় উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তারাও ব্যর্থ হওয়ায়, আজ দুপুরে বন্যপ্রাণী বিশেষজ্ঞ তপন কুমার দে-এর নেতৃত্বে তিন সদস্যের একটি দল ট্রাঙ্কুইলাইজার গান দিয়ে হাতিটিকে অচেতন করে।

স্থানীয়রা জানান, মাহুতসহ সার্কাস দলের সদস্যরা হাতিটিকে শান্ত করতে গেলে এটি আরও উত্তেজিত হয়ে রাস্তার গাছপালাসহ মানুষের ওপর আক্রমণ করে। হাতির আক্রমণ থেকে দৌড়ে পালাতে গিয়ে করতে কয়েকজন আহত হন। হাতিটি একটি পুকুরে নেমে পড়ে। দুপুরে হাতিটিকে পুকুর থেকে তুলে চেনতানাশক ইনজেকশন দেওয়া হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সার্জন ড. তপন কুমার দে সাংবাদিকদের বলেন, হাতিটিকে ট্রাঙ্কুলাইজার গান দিয়ে অচেতন করা হয়েছে। ওষুধ প্রয়োগের পর হাতিটি একটি বাঁশ বাগানে আশ্রয় নেয়। হাতিটি প্রায় এক সপ্তাহ অচেতন থাকবে।

Comments

The Daily Star  | English
The BNP has submitted 62 constitutional reform proposals to the Constitution Reform Commission.

BNP unveils vision for ‘rules-based’ society

The BNP yesterday submitted to the constitution reform commission its 62 recommendations designed to establish a rules-based structure and ensure checks and balances of power.

7h ago