কেড়ে নেওয়া হলো পুতিনের ব্ল্যাক বেল্ট
ইউক্রেনে হামলার জেরে ক্রীড়া বিশ্বে ক্রমেই একঘরে হয়ে যাচ্ছে রাশিয়া। একের পর এক নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া সম্মানসূচক ব্ল্যাক বেল্ট কেড়ে নিল বিশ্ব তায়কোয়ান্দো সংস্থা।
ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব তায়কোয়ান্দো। যাদের মূল স্লোগান 'জয়ের চেয়ে শান্তিই বেশি মূল্যবান'। স্বাভাবিকভাবেই এর পরিপন্থী।
এক বিবৃতিতে বিশ্ব তায়কোয়ান্দো জানিয়েছে, 'ইউক্রেনের নিরীহ মানুষের উপর নৃশংস রুশ আক্রমণকে কঠোরভাবে নিন্দা জানাচ্ছে বিশ্ব তায়কোয়ান্দো সংস্থা। যুদ্ধের চেয়ে শান্তি অনেক বেশি মূল্যবান। এর কারণে ২০১৩ সালে দেওয়া ভ্লাদিমির পুতিনের সম্মানসূচক নাইন ডান ব্ল্যাক বেল্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব তায়কোয়ান্দো সংস্থা।'
বর্তমানে রাশিয়া সরকারে গুরুত্বপূর্ণ কাজ করে এমন সমস্ত ব্যক্তির কাছ থেকে অলিম্পিকস অর্ডার প্রত্যাহার করে নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (আইওসি)। সাম্প্রতিক ইস্যুর সঙ্গে অতীতে রাশিয়ার সরকারের অলিম্পিকস চার্টারের অন্যান্য নিয়ম লঙ্ঘন বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে তারা।
ওআইসির সঙ্গে সংহতি প্রকাশ করে কোনো প্রতিযোগিতায় রাশিয়া ও বেলারুশের জাতীয় পতাকা প্রদর্শন বা জাতীয় সঙ্গীত না বাজানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব তায়কোয়ান্দো। এমনকি দেশ দুটিতে তায়কোয়ান্দোর কোনো প্রকার অনুষ্ঠান আয়োজনের স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে বিশ্ব তায়কোয়ান্দো এবং ইউরোপীয় তায়কোয়ান্দো ইউনিয়ন।
একইসঙ্গে পুতিনকে দেওয়া সম্মানসূচক প্রেসিডেন্ট পদ এবং রাষ্ট্রদূতের পদ কেড়ে নিয়েছে আন্তর্জাতিক জুডো ফেডারেশনও। রাশিয়ার উপরে নিষেধাজ্ঞাও জারি করেছে তারা।
ইউক্রেনের উপর সামরিক হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা (উয়েফা)। সোমবার যৌথ বিবৃতিতে অনির্দিষ্ট সময়ের জন্য এ নিষেধাজ্ঞার কঠোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে তারা।
Comments