রুশ বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

ছবি: বিবিসি

ইউক্রেনের রাজধানী কিয়েভের দরনিতসকি এলাকায় একটি রুশ বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যান্তন হেরাশচেঙ্কো।  

এ ছাড়া শুক্রবার সকাল থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের খবর শোনা গেছে। 

বিবিসির খবরে বলা হয়েছে, কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো এক টুইট বার্তায় জানিয়েছেন, 'রকেট বিস্ফোরণে' অন্তত ৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।'

এ ছাড়া স্থানীয় খবরে বলা হয়েছে, কিয়েভে একটি ৯ তলা আবাসিক ভবনে আগুন লেগেছে এবং ভবনটি 'ধ্বংসের মুখে' রয়েছে। 

Comments

The Daily Star  | English
gold price hike in Bangladesh

Why gold costs more in Bangladesh than in India, Dubai

According to market data, gold now sells for $1,414 per bhori in Bangladesh, compared to $1,189 in India, $1,137 in Dubai

2h ago