‘জয় বাংলা’ জাতীয় শ্লোগান ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিবৃতি

ছবি: সংগৃহীত

জাতীয় স্লোগান হিসেবে 'জয় বাংলা'র অনুমোদন দেওয়ায় সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ১৮ নাগরিক।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, 'এখন থেকে মুক্তিযুদ্ধের শ্লোগান 'জয় বাংলা' রাষ্ট্রীয় শ্লোগান হিসাবে ঘোষণা করেছে সরকার। ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে প্রায় সপরিবারে নির্মমভাবে হত্যা করার ৪৭ বছর রাষ্ট্রীয় আচার থেকে নির্বাসিত ছিল আমাদের প্রাণের শ্লোগান 'জয় বাংলা'। আজ ৪৫ বছর পর মুক্তিযুদ্ধের শ্লোগান আবারো রাষ্ট্রের শরীরে প্রতিস্থাপিত হলো।'

এজন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।

বিবৃতিদাতারা হলেন, আব্দুল গাফফার চৌধুরী, সৈয়দ হাসান ইমাম, অনুপম সেন, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, সারওয়ার আলী, আবেদ খান, সেলিনা হোসেন, লায়লা হাসান, আবদুস সেলিম, মফিদুল হক, শফি আহমেদ, শাহরিয়ার কবীর, নাসির উদ্দীন ইউসুফ, মুনতাসীর মামুন, সারা যাকের, শিমূল ইউসুফ ও গোলাম কুদ্দুছ।

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

3h ago