দ. আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত
চাঁদা না দেওয়ায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মো. গোলাম মোস্তফার (৩৬) বাড়ি বাংলাদেশের নোয়াখালীর সেনবাগে।
গতকাল শুক্রবার রাত ১টা দিকে জোহানেসবার্গ থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে ব্লুমফন্টেইনে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে আজ ফোনে নিশ্চিত করেছেন জোহানেসবার্গের আরেক বাংলাদেশি ব্যবসায়ী আমজাদ হোসেন চয়ন। তিনি জানান, গোলাম মোস্তফা সেখানে গ্রোসারি শপের ব্যবসা করতেন।
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়নাল আবেদিনের ছোট ছেলে গোলাম মোস্তফা। তার বড় ভাই কিরন জানান, পরিবারে স্বচ্ছলতা আনতে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান গোলাম মোস্তফা। সেখানে আরেক বাংলাদেশির সঙ্গে যৌথ ব্যবসা করতেন মোস্তফা। ২০১৯ সালে তিনি একবার দেশে আসেন, ফিরে যান পরের বছর।
তিনি জানান, প্রতিদিনের মতো তিনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন। শুক্রবার রাতে দুর্বৃত্তরা দোকানে ঢুকে তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিয়ে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতারি গুলি করে দোকানের মালামাল লুট করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই গোলাম মোস্তফা মারা যান।
নিহতের স্বজন দেলোয়ার হোসেনের মাধ্যমে শুক্রবার ভোররাতে পরিবার গোলাম মোস্তফার নিহতের খবরটি জানতে পারেন। মোস্তফার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে পরিবার।
জোহানেসবার্গের ব্যবসায়ীরা জানান, এ ধরনের সন্ত্রাসি, চাঁদাবাজির কর্মকাণ্ড আগেও সেখানে ছিল, করোনা মহামারির কারণে বেকারত্ব বেড়ে যাওয়া সেটি আরও বেড়েছে। যা আশঙ্কাজনক।
Comments