ফটোসেশসনে সাকিবের না আসা নিয়ে দুই ধরণের বক্তব্য

Nurul Hasan Sohan & Imrul Kayes
বিপিএলের ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটোশনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস ও ফরচুন বরিশালের প্রতিনিধি নুরুল হাসান সোহান। ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলের ফাইনালের আগের দিন প্রথা অনুযায়ী ট্রফি নিয়ে ছবি তোলার কথা ছিল দুই অধিনায়কের। এরপর গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করার কথা তাদের। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস এলেও আসেননি ফরচুন বরিশালের সাকিব আল হাসান। তার না আসা নিয়ে দলের পক্ষ থেকে পাওয়া গেছে দুই বক্তব্য।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ২ টা ৪৫ মিনিটে ছিল অফিশিয়াল ফটোসেশন। আধঘণ্টা দেরিতে দেখা যায় ইমরুলের সঙ্গে বরিশালের হয়ে এসেছেন কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

সাকিব কেন আসেননি জানতে চাইলে দলের ম্যানেজার সাব্বির খান উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, পেটের পীড়ায় আক্রান্ত হওয়ায় আসতে পারেননি সাকিব।

তবে ট্রফি নিয়ে ছবি তোলার পর গণমাধ্যমে হাজির হয়ে সোহান দেন ভিন্ন বক্তব্য, 'গতকাল ঐচ্ছিক অনুশীলন ছিল, আমরা  অনুশীলন করেছি। আজ হয়ত জিম করছেন সে কারণে হয়তবা আসতে পারেনি। তাই আমি এসেছে। আর এটা হচ্ছে পুরোটাই টিম ম্যানেজমেন্টের ব্যাপার।'

পেটর পীড়ার ব্যাপারে সোহানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি স্পষ্ট করতে পারেননি, 'আসলে এটা ম্যানেজমেন্টের ব্যাপার। আমি যখন দেখেছিলাম সকালে উনি জিম করছিল।'

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বিপিএলের ফাইনালে নামবে কুমিল্লা ও বরিশাল। সোহান জানান এই ম্যাচ খেলার জন্য পুরো ফিট আছেন সাকিব।

দলের অনুশীলন সেরে কোচ খালেদ মাহমুদ সুজনও জানালেন, এমনিতেই এদিন মাঠে আসেননি সাকিব,  'আসলে তেমন কিছু না। কাল অনুশীলন করেছে। আজও জিম-টিম করেছে। আমি আসলে অনশীলনের জন্য পুশ করি না সেভাবে। সে তার খেলাটা জানে। পুরো বিপিএল যদি দেখেন সাকিব ব্যাট করেছে তিন থেকে চারদিন। নিজের মতো করে কাজ করেছে। আজ বলল- "ভাল লাগছে না যাব না"। আমি বলেছি ঠিকাছে।'  

 

Comments

The Daily Star  | English

If consensus commission fails, it will be a collective failure: Ali Riaz

He made the remarks in his opening statement during the 14th day of the second phase of dialogues with political parties

1h ago