আইন অমান্য করে দেশি পাখি প্রদর্শন করল প্রাণীসম্পদ অধিদপ্তর

উদ্ধার করা পাখি হাতে বন বিভাগ ও বেসরকারি সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এনডেনজারড ওয়াইল্ডলাইফের সদস্যরা। ছবি: সংগৃহীত

আইন অমান্য করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আয়োজিত এক প্রদর্শনী মেলায় দেশি পাখি প্রদর্শন করেছে প্রাণীসম্পদ অধিদপ্তর। এ ব্যাপারে আপত্তি জানানোয় বনবিভাগের কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে।

গতকাল বুধবার ভার্চুয়ালি এই প্রদর্শনীর উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুস শহীদ।

২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুসারে যে কোনো ধরনের দেশি পাখি ক্রয়-বিক্রয়, পালন, বহন অথবা প্রদর্শন নিষিদ্ধ।

এ ব্যাপারে বন্যপ্রাণী নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এনডেনজারড ওয়াইল্ডলাইফের সদস্যরা জানান, প্রদর্শনীতে রাখা ১টি ময়নাপাখি, ১টি ভাতশালিক ও ১টি ঝুঁটি শালিক পরে বনবিভাগের সহযোগিতায় উদ্ধার করা হয়।

সংগঠনটির সমন্বয়ক খোকন থৌনাউজাম বলেন, 'বন্যপ্রানী রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এখানে সরকারি দপ্তরে যেভাবে বন্যপ্রাণী আটকে রেখে প্রদর্শনী করা হয়েছে তাতে আমরা মর্মাহত হয়েছি। এটা কোনোভাবেই কাম্য নয়।'

জানতে চাইলে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহিনুল হক বলেন, 'বনবিভাগ প্রাণীগুলো উদ্ধার করে নিয়ে গেছে।'

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, 'আমরা পাখিগুলোকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে কয়েকদিন পর্যবেক্ষণে রেখে অবমুক্ত করে দেব। যারা পাখি আটকে রেখেছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

9h ago