এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস ৯৫.২৬ শতাংশ

করোনা মহামারিতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ১৪ লাখ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাস করেছেন ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী।

আজ রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এ বছর মোট ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। তাদের মধ্যে পাস করেছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।
এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।

দেশের বাইরে থেকে মোট ২৬৭ জন এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২৬৪ জন। 

ফল জানা যাবে যেভা

এসএমএসে সাধারণ শিক্ষা বোর্ডের ফল পেতে HSC<>বোর্ড<>রোল<>সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য HSC<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে হবে ১৬২২২ নম্বরে।

টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য HSC<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিতে ১৬২২২ নম্বরে।

অনলাইনে ফল পাওয়া যাবে http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে।

Comments

The Daily Star  | English

Can Bangladesh fend off Vietnam in RMG race?

Bangladesh’s status as the world’s second-largest garment exporter has become increasingly precarious, driven by a confluence of global trade shifts, regional competition and structural inefficiencies at home.

8h ago