প্রাণীর মৃত্যু: সাফারি পার্কের আরও ১ কর্মকর্তা বদলি, নতুন নিয়োগ ৭
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে পার্কের ওয়াইল্ডলাইফ সুপারভাইজারকে বদলি করা হয়েছে। অন্যদিকে পার্কে নতুন করে ৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
পার্কের নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পার্কের ওয়াইল্ডলাইফ সুপারভাইজার মো. সারোয়ার হোসেনকে রাজশাহীতে বদলি করা হয়েছে। সম্প্রতি পার্কে বেশ কয়েকটি প্রাণী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তাকে বদলি করা হয়।
এর আগে পার্কের প্রকল্প পরিচালক, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রাণী চিকিৎসককে প্রত্যাহার করা হয়।
মো. রফিকুল ইসলাম আরও জানান, পার্কে জনবল কম থাকায় যোগদানের পর কর্তৃপক্ষের কাছে তিনি বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী পদায়নের আবেদন করেন। পরে কর্তৃপক্ষ জনবল বাড়িয়ে বন কর্মকর্তা ও কর্মচারীসহ ৭ জনকে নিয়োগ দিয়েছে।
পার্কে বর্তমানে বিভিন্ন পদে ৩২ জন রাজস্বভুক্ত ও ২৮ জন আউটসোর্সিং ভিত্তিতে কর্মরত আছেন।
চলতি বছরের ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ পার্কে ১১টি জেব্রা, ১টি বাঘ ও ১টি সিংহ মারা যায়। অল্প দিনের মধ্যে এগুলোর মৃত্যুর ঘটনায় প্রাণী বিশেষজ্ঞদের নিয়ে মেডিক্যাল বোর্ড ও তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিগুলো তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
Comments