আবারও স্লোগানে উত্তাল শাবিপ্রবি, রক্তিম হস্তছাপে প্রতিবাদ

ছবি: শেখ নাসির

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে চলা আন্দোলন সরকারের উচ্চপর্যায়ের আশ্বাসে কিছুটা স্থিমিত হলেও আবারও সেটা উত্তাল হয়ে উঠেছে।

গতকালের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মিছিলে-স্লোগানে প্রকম্পিত হয় শাবিপ্রবি ক্যাম্পাস।

শিক্ষার্থীদের রক্তিম হস্তছাপে রঙিন হয়েছে আইসিটি ভবনের সামনের দেয়াল।

ছবি: শেখ নাসির/স্টার

১৬ জানুয়ারি প্রাধ্যক্ষের অপসারণের দাবিতে চলতে থাকা আন্দোলন গত ১৬ জানুয়ারি পুলিশি অ্যাকশনের পর উপাচার্যের পদত্যাগের দাবির আন্দোলনে পরিণত হয়। এরপর ১৯ জানুয়ারি থেকে অনশনে বসা ২৪ শিক্ষার্থীর আমরণ অনশন সরকারের উচ্চপর্যায়ের আশ্বাসে ২৬ জানুয়ারি অনশন ভাঙা হয়।

এরপর দুই সপ্তাহেও কোনো প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আবারও কঠোর কর্মসূচি শুরু করেছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ইয়াসির সরকার।

আজ বিকেলে প্ল্যাকার্ড ও ছবি হাতে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে আইআইসিটি ভবনের সামনের দেয়ালে হাতে লাল রং লাগিয়ে রক্তিম রক্তছাপ বসিয়ে প্রতিবাদ জানান তারা।

ছবি: শেখ নাসির/স্টার

আন্দোলনরতদের মুখপাত্র বলেন, এই ভবনের সামনে পুলিশ নিরস্ত্র শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, শটগান-টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিয়ে অকর্তিক হামলা চালিয়ে রক্তাক্ত করেছিলো শিক্ষার্থীদের। তারই প্রতিবাদে এই রক্তিম হস্তছাপ।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

4h ago