অস্কার মনোনয়ন দৌড়ে এগিয়ে নেটফ্লিক্স চলচ্চিত্র ‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’
সেরা ছবির পুরস্কারসহ মোট ১২টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে চলতি বছরের একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার প্রতিযোগীদের মধ্যে এগিয়ে রয়েছে নেটফ্লিক্সের ডার্ক ওয়েস্টার্ন ফিল্ম, 'দ্য পাওয়ার অফ দ্য ডগ'।
'দ্য পাওয়ার অফ দ্য ডগ' চলচ্চিত্রটি বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনীর মহাকাব্য 'ডিইন'-এর সঙ্গে শীর্ষ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। যেটি ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে।
এ ছাড়া ১৯৬০-এর দশকের পরবর্তী সময়ে উত্তর আয়ারল্যান্ডেরর পারিবারিক জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র 'বেলফাস্ট'; একটি বধির সম্প্রদায়ের ওপর নির্মিত চলচ্চিত্র 'কোডা' ও জলবায়ু পরিবর্তন বিষয়ে নির্মিত 'ডোন্ট লুক আপ' চলচ্চিত্র এই দৌড়ে এগিয়ে রয়েছে।
অন্যান্য সেরা চলচ্চিত্রের ক্যাটাগরিতে মনোনীতদের মধ্যে রয়েছে টেনিস তারকা ভেনাস এবং সেরেনা উইলিয়ামসের বাবাকে নিয়ে 'কিং রিচার্ড', জাপানি ড্রামা ফিল্ম 'ড্রাইভ মাই কার', আসন্ন বয়সের গল্প 'লিকোরিস পিৎজা', থ্রিলার চলচ্চিত্র 'নাইটমেয়ার অ্যালি' এবং স্টিভেন স্পিলবার্গের 'ওয়েস্ট সাইড স্টোরি'-এর রিমেক।
আগামী ২৭ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে ৯৪তম বার্ষিক একাডেমি অ্যাওয়ার্ডের আসর বসবে। অনুষ্ঠানটি এবিসি টেলিভিশনে দেখানো হবে। এবিসি এন্টারটেইনমেন্ট এবং হুলু অরিজিনালসের প্রেসিডেন্ট ক্রেগ এরউইচ গত জানুয়ারিতে এ ঘোষণা দিয়েছিলেন।
Comments