সাফারি পার্কে জেব্রার ঘাসে সিসা পেয়েছে তদন্ত কমিটি

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক: ফাইল ছবি

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার নিয়মিত খাবার পার্কের ঘাসে সিসার উপস্থিতি পাওয়া গেছে। বায়ু দূষণের কারণে এমনটি ঘটেছে জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অনুষদের অধ্যাপক ডা. মো. আবু হাদী নূর আলী খান।

চলতি মাসে সাফারি পার্কে ১১ জেব্রার মৃত্যুর ঘটনা তদন্তে এটি বেরিয়ে এসেছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অনুষদের অধ্যাপক ও জেব্রা মৃত্যু্র কারণ সন্ধানে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য ডা. মো. আবু হাদী নূর আলী খান বলেন, 'ল্যাব পরীক্ষায় পার্কের ঘাসে সিসার উপস্থিতি পাওয়া গেছে। পার্কের আশপাশের পরিবেশ ঘন শিল্পায়ন এলাকা। তাছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশার জ্বালানি ও মবিল থেকে কালো ধোঁয়ার প্রভাব এবং একইসঙ্গে সিসা এর উপস্থিতিতে বিষক্রিয়া ঘটেছে।'

'একদিকে বায়ু দূষণ অন্যদিকে প্রচন্ড শীত সর্বোপরি ৮টি জেব্রার নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে। এসব কিছু জেব্রা ছাড়া অন্যান্য প্রাণীদের মধ্যেও প্রভাব ফেলেছে। মারা যাওয়া ১১টির মধ্যে ৩টি জেব্রার নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে। তবে কীরকম আঘাতে এটি হয়েছে তা নিশ্চিত নয়। সাফারী পার্কে মারা যাওয়া ১১টি জেব্রার মধ্যে ছবিতে দেখে এ বিষয়টি শনাক্ত করা গেছে,' বলেন তিনি।

তিনি আরও জানান, জেব্রাগুলোর ভাই-বোন ও বাবা-মায়ের মধ্যে প্রজনন ঘটেছে। একই পরিবারের মধ্যে প্রজনন ঘটলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়।

জেব্রাগুলোর নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, 'জেব্রাগুলো ঘোড়া প্রজাতির প্রাণী। একইপাত্রে বানর খাবার খেলেও বানর থেকে জেব্রার দেহে জীবাণু ছড়ানোর কথা নয়। মানুষের নিউমোনিয়ায় আক্রমণের যে মাধ্যম সেভাবেই জেব্রার নিউমোনিয়া হতে পারে। তাছাড়া জেব্রা ম্যানেজমেন্টেও সমস্যা থাকতে পারে।'

তিনি বলেন, 'এসবগুলো বিষয় চিহ্নিত করে প্রাণীর সুস্থতার জন্য পার্ক কর্তৃপক্ষকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। এমন একটি পার্কে এতগুলো প্রাণী একজন মাত্র ভেটিরিনারী চিকিৎসক কীভাবে মোকাবিলা করবে? জীবাণুর সংক্রমণ হলে সবগুলো একসঙ্গে একজনের পক্ষে দেখভাল করা সম্ভব নয়।'

ইতোমধ্যে ল্যাব পরীক্ষার প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় পার্কে মন্ত্রালয়ের গঠিত তদন্ত কমিটির সঙ্গে মেডিকেল বোর্ডের সদস্যদের মিটিং হবে। সেখানে সব বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পার্কে ১১টি জেব্রা, ১টি বাঘ ও ১টি সিংহ মারা গেছে। এসব প্রাণীর মৃত্যুর ঘটনায় একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ১০ কার্যদিবস সময় মেয়াদে গত ২৬ জানুয়ারি একটি তদন্ত কমিটি ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় পৃথক আরেকটি কমিটি করেছে।

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

9h ago