সাফারি পার্কে বন্যপ্রাণী মৃত্যুর তদন্তে যোগ দেবে সিআইডি

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক। ছবি: সংগৃহীত

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সম্প্রতি বন্যপ্রাণী মৃত্যুর ঘটনাগুলোর তদন্তে যোগ দিতে যাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিনের সঙ্গে রোববার সাফারি পার্ক পরিদর্শনের সময় মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, 'সিআইডির অত্যাধুনিক ল্যাব আছে। তারা মৃত বন্যপ্রাণীর নমুনা সংগ্রহ করে তদন্ত কমিটির কাছে প্রতিবেদন জমা দেবে।'

সচিব জানান, এ ঘটনায় করা তদন্ত কমিটিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ৩ সদস্যের একটি কমিটিও সহযোগিতা করবে।

গত এক মাসে এই সাফারি পার্কে ১১টি জেব্রা, ১টি বাঘ ও একটি বাঘিনী মারা গেছে এবং কর্তৃপক্ষ এসব ঘটনা গোপন রেখেছিল।

মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে।

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

9h ago