রূপপুর বিদ্যুৎ প্রকল্পের আরও ১ রুশ কর্মীর মৃত্যু, ২ সপ্তাহে ৫ মৃত্যু

নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প। স্টার ফাইল ফটো

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত আরও একজন রাশিয়ান কর্মীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত ভেরটেনিকভ আলেকজান্দ্রা (৫৫) রাশিয়ান প্রতিষ্ঠান নিকিমের কর্মী ছিলেন।

এ নিয়ে গত দুই সপ্তাহে প্রকল্পের ৫ জন রাশিয়ান নাগরিকের মৃত্যু হলো।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আলেকজান্দ্রা রোববার প্রকল্পের কাজে যোগ দেননি। দুপুরের পর তার সহকর্মীরা কাজ থেকে ফিরে এসে তার খোঁজ করে। পরে গ্রিন সিটিতে নিজের কক্ষেই তার মরদেহ পাওয়া যায়।'

ওসি জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

'তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি এবং ময়নাতদন্তের পরেই তা জানা যাবে,' বলেন ওসি।

এর আগে শুক্রবার গ্রিন সিটিতে পা পিছলে পড়ে গিয়ে ১ জন এবং অসুস্থ হয়ে আরও ১ জন রুশ কর্মী মারা যান।

তাছাড়া গত ২৮ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি আরও ২ জন রাশিয়ান কর্মীর মৃত্যু হয়।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

4h ago