সাফারি পার্কে বাঘ-জেব্রার মৃত্যু: কোনো প্রশ্নের উত্তর নেই পরিবেশমন্ত্রীর কাছে

রোববার সাফারি পার্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবউদ্দিন। ছবি: সংগৃহীত

সম্প্রতি ১১টি জেব্রা, ১টি বাঘ ও ১টি বাঘিনীর মৃত্যুর হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে। আজ রোববার পার্ক পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবউদ্দিন। তবে সেখানে সাংবাদিকদের কোনো প্রশ্নেরও উত্তর দিতে পারেননি তিনি।

সাংবাদিকরা মন্ত্রীর কাছে জানতে চান, এসব প্রাণীর মৃত্যু কেন গোপন করা হয়েছে? ভবিষ্যতে কোনো প্রাণীর মৃত্যু হলে, সেটা প্রকাশের জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?

এসব প্রশ্নের উত্তর দেননি মন্ত্রী শাহাবউদ্দিন।

'এ প্রসঙ্গে ২০২০ সালে গঠিত একটি কমিটি ১২ দফা সুপারিশ করেছিল' উল্লেখ করে এসব সুপারিশ কেন মানা হয়নি এমন প্রশ্নের জবাবে মন্ত্রী শুধু বলেছেন, 'তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর উত্তর জানা যাবে।'

আজ সফরে কী কী সমস্যা দেখলেন, জানতে চাইলে তিনি একই জবাব দেন।

বর্তমানে সেখানে কতটি বন্যপ্রাণী অসুস্থ, তা জানতে চাইলে তিনি এর কোনো উত্তর দিতে পারেননি।

তিনি বলেন, 'এ বিষয়ে তদন্ত কমিটি কাজ করবে।'

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

11h ago