তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা: পরিবেশ ও বনমন্ত্রী
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘ, সিংহ এবং ১১টি জেব্রাসহ বিভিন্ন প্রাণী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়িত্বে অবহেলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।
রোববার বিকেলে সাফারি পার্ক পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ১ মাসে যে কটি প্রাণী মারা গেল তার তথ্য উদঘাটনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। ওই কমিটি ১০ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেবে। মন্ত্রী আশা করেন প্রতিবেদনে প্রাণী মৃত্যুসহ অন্যান্য অনিয়মের ব্যাপারে সব তথ্য থাকবে।
ইতোমধ্যে পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান ও বন্যপ্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইনকে প্রত্যাহার করা হয়েছে।
মন্ত্রীর সঙ্গে উপমন্ত্রী হাবিবুননাহার, স্থানীয় সংসদ সদস্য মো. ইকবাল হোসেন সবুজ, জেলা প্রশাসক আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
Comments