রংপুর চিড়িয়াখানার একমাত্র বাঘের মৃত্যু

ছবি: সংগৃহীত

রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার বাঘের খাঁচাটি এখন শূন্য। গতকাল শুক্রবার রাতে খাঁচাবন্দি থাকা 'শাওন' নামের বাঘিনীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে একমাত্র বাঘটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ওই বাঘটির বয়স হয়েছিল ১৮ বছর ৭ মাস। মৃত্যুর আগে সে কোনো রোগে আক্রান্ত ছিল না।    

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী তালুকদার বলেন, 'শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাঘিনীটি মারা যায়। মূলত বার্ধক্যের কারণে প্রাণীটি মারা গেছে। তবে অনেকেই মনে করছেন, মাঘের শীত আর বৃষ্টিতে বয়স্ক বেঙ্গল টাইগারটি অসুস্থ হয়ে মারা গেছে। বর্তমানে চিড়িয়াখানায় বাঘের খাঁচা এখন শূন্য রয়েছে।'
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, খাঁচায় একটি মাত্র বাঘিনী ছিল। এই বাঘিনীকে শাওন নামে ডাকা হতো। ২০১০ সালে রংপুর চিড়িয়াখানায় শাওনকে আনা হয়। এটির জন্ম ২০০৩ সালের ৩০ জুন।
চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী বলেন, 'বেঙ্গল টাইগারটির বয়স বেশি হয়েছিল। বাঘ সাধারণত ১৫ থেকে ১৬ বছর পর্যন্ত বাঁচে। সে অনুযায়ী বার্ধক্যের কারণে বাঘিনীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতেই ময়নাতদন্ত শেষে চিড়িয়াখানাতেই পরিবেশসম্মতভাবে মাটিতে পোঁতা হয়েছে।
প্রসঙ্গত, দেশে দুটি সরকারি চিড়িয়াখানার মধ্যে রংপুরে একটি। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে রংপুর নগরীর হনুমানতলা এলাকায় ১৯৮৯ সালে রংপুর চিড়িয়াখানাটি গড়ে ওঠে।

এটি দর্শনার্থীদের জন্য ১৯৯২ সালে খুলে দেওয়া হয়। প্রায় ২২ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানাটিতে ৩৩ প্রজাতির ২৬০টি প্রাণী রয়েছে। এর মধ্যে সিংহ, বাঘ, জলহস্তী, হরিণ, অজগর সাপ, ইমু পাখি, উটপাখি, বানর, কেশওয়ারি, গাধা, ঘোড়া, ভাল্লুক উল্লেখযোগ্য।  

Comments

The Daily Star  | English

Khaleda acquitted in Zia Charitable Trust graft case

The HC scraped the trial court verdict that sentenced Khaleda and two others in the same case.

41m ago