জেব্রা, বাঘের পর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এবার সিংহের মৃত্যু

ছবি:আবু বকর সিদ্দিক আকন্দ/ স্টার

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা আর বাঘের পর এবার একটি সিংহের মৃত্যুর খবর এসেছে।

আজ বৃহষ্পতিবার দুপুরের দিকে পার্কের কোর সাফারিতেই প্রাণীটি মারা যায় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

তিনি বলেন, 'সিংহের জীবনকাল এমনিতেই ১২ থেকে ১৪ বছর হয়ে থাকে। সিংহটির বয়সও ১২ এর বেশি হয়েছিল। ২০১৩ সালে এটিকে পার্কে আনা হয়। গত বছরের আগস্ট থেকে সিংহটি অসুস্থ হয়ে পড়ে। তখন থেকে বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাণীটির চিকিৎসা করানো হচ্ছিল। প্রাণীটির ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। গাজীপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের তত্ত্বাবধানে এর ময়নাতদন্ত করা হবে।

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে পার্কে ১১টি জেব্রা ও ১টি বাঘের মৃত্যু হয়। প্রাণীর মৃত্যু নিয়ে তদন্ত কমিটি গঠন এবং তদন্তের স্বার্থে পার্কের শীর্ষ পর্যায়ের ৩ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Ctg lawyer killing: 30 detained in overnight drives

The identities of the detainees are currently being verified

17m ago