উদ্ধারকৃত ২৬টি বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত

দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা বিভিন্ন প্রজাতির ২৬টি বন্যপ্রাণী সুন্দরবনের করমজলে অবমুক্ত করা হয়েছে। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে র‍্যাবের অভিযানে উদ্ধার ২৬টি বন্যপ্রাণী সুন্দরবনের করমজলে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে র‌্যাব, কোস্টগার্ড ও বন বিভাগ প্রাণীগুলোকে অবমুক্ত করে।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, স্টাফ কমান্ডার লেফটেন্যান্ট মো. আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রধান নির্মল কুমার পাল ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির।

প্রাণীগুলোর মধ্যে রয়েছে একটি মেছো বেড়াল, ১টি সজারু, ২টি বানর, ১টি গন্ধগোকুল, ১টি অজগর, ২টি গোখরা সাপ, ২টি ধূসর সারস, ৬টি ডাহুক পাখি, ১টি পানকৌড়ি এবং ৯টি সুন্ধি কচ্ছপ।

র‌্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, আমরা জানুয়ারি মাসের বিভিন্ন তারিখে যশোরের মণিরামপুর, সাতক্ষীরার মুন্সীগঞ্জ ও খুলনার পাইকগাছার কপিলমনি থেকে ১০ প্রজাতির ২৬টি বন্য প্রাণী উদ্ধার করি। একটি অবৈধ চক্র নিজেদের দখলে রেখেছিল সুন্দরবনের এসব বন্যপ্রাণী। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বন বিভাগের কর্মকর্তাদের সহায়তায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। যারা এগুলো রেখেছিল তাদের জেল ও জরিমানা করা হয়েছে।

২০২১ সালের ২৭ নভেম্বর বাগেরহাটের চন্দ্র মহল ইকোপার্ক থেকে ১৬ প্রজাতির ৪৩টি বন্য প্রাণী উদ্ধার করে সুন্দরবনের করমজলে ছেড়ে দেওয়া হয়েছিল।

Comments

The Daily Star  | English

Khaleda acquitted in Zia Charitable Trust graft case

The HC scraped the trial court verdict that sentenced Khaleda and two others in the same case.

1h ago