শিল্পকলায় আজ থেকে সপ্তাহব্যাপী লিটল ম্যাগাজিন প্রদর্শনী

রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী লিটল ম্যাগাজিন প্রদর্শনী। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় চিত্রশালা মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপাক ড. মো. আক্তারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনী ও সম্মননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন লেখক-গবেষক মফিদুল হক। প্রবন্ধ উপস্থাপন করবেন কবি সৈকত হাবিব, আলোচনা করবেন গবেষক আমিনুর রহমান সুলতান, লোক সম্পাদক অনিকেত শামীম। সভাপত্বি করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

শিল্পকলা একাডেমি জানিয়েছে, গণতন্ত্র, সামাজিক সাম্য ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও ছোট কাগজ নতুন প্রস্তাবনা ও পরিকল্পনা উপস্থাপন করে থাকে। এ দেশের গণ-আন্দোলন ও সংগ্রামের ক্ষেত্রেও বিভিন্ন সময় ছোট কাগজকর্মীরা ইতিবাচক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ছোট কাগজ থেকে শিল্প-সাহিত্যের সমকালীন গতি-প্রকৃতি ও প্রবণতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। শিল্প-সাহিত্য চর্চার ক্ষেত্রে ছোট কাগজ প্রকাশের ধারাবাহিকতা অত্যন্ত জরুরি। সে লক্ষ্যে ছোট কাগজ নিয়ে প্রদর্শনী আয়োজনসহ গুরুত্বপূর্ণ ছোট কাগজকে সম্মাননা জানানোর জন্য 'লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও সম্মাননা- ২০২২' আয়োজন।

সম্মাননার জন্য বিবেচনায় ছিল সারা দেশ থেকে বিভিন্ন সময়ে প্রকাশিত ৭০টি ছোট কাগজ এবং জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত ১০টি ছোট কাগজ।

সপ্তাহব্যাপী প্রদর্শনীতে প্রায় ৮ শতাধিক লিটল ম্যাগাজিন প্রদর্শিত হবে।

Comments

The Daily Star  | English

New Hampshire hamlet tied in first US Election day votes

Kamala Harris and Donald Trump each got three ballots in the tiny community in the northeastern state of New Hampshire

8m ago