পেট্রাপোলে ধর্মঘট, আমদানি-রপ্তানি বন্ধ বেনাপোলে
ভারতের পেট্রাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের জন্য আজ সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ২ দেশের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে।
পেট্রাপোল বন্দরের ল্যান্ড পোর্ট (এলপি) ম্যানেজার কর্তৃক নানাবিধ হযরানির প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দিয়েছে সেখানকার সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন ও মোটর শ্রমিক ইউনিয়নসহ বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো।
সংশ্লিষ্টরা বলছেন, পেট্রাপোল বন্দরের নতুন ল্যান্ড পোর্ট ম্যানেজার যোগদানের পর বন্দর ব্যবহারকারীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই তিনি অনেক নতুন সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে ইউনিক কার্ড ছাড়া পরিবহন কর্মচারী ও ট্রাক চালকরা বন্দরের ভেতরে প্রবেশ করতে পারছেন না।
এ ব্যাপারে পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র জানান, নতুন এলপি ম্যানেজার ব্যবসায়ীদের সঙ্গে কোনো কথা না বলেই বন্দর এলাকায় প্রবেশের ক্ষেত্রে নতুন নতুন নিয়ম তৈরি করেছেন। যা আমাদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। এসব হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক আব্দুল জলিল বলেন, 'আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আমাদের বন্দরে মালামাল লোড-আনলোডের বিষয়টি স্বাভাবিক রয়েছে।'
Comments