বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে: প্রাণিসম্পদ কর্মকর্তা
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রূপার খালে শুক্রবার একটি মৃত বাঘ পাওয়া যায়। বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা গিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।
শনিবার দুপুরে শরণখোলা রেঞ্জ অফিসে বাঘটির ময়নাতদন্ত করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানান শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন।
তিনি বলেন, '৯ ফুট লম্বা বাঘটির বয়স ১৬ থেকে ১৭ বছর এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।'
বার্ধক্যজনিত কারণে এটি মারা যেতে পারে বলেও জানান তিনি।
বাঘের মৃত্যুর একই কারণ উল্লেখ করে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাঘের মৃতদেহ বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজলে পাঠানো হয়েছে।'
তিনি আরও জানান, সেটি কবর দেওয়া হবে কি না সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
Comments